আশাবাদী কিছু কথা শুনবো বলে
বুকে ছাই চাপা অপেক্ষায়,
কিন্তু নৈকট্য কোথায়?
শতেক যোজন দুরে স্বপ্ন পুরী,
কে জানে সুখের শব্দগুলো আদৌ
আগমন হবে কি-না!
যুদ্ধের বাজার দর বড় চড়া আজ,
কোন দিকে মোড় নেয় জানা মুশকিল!
ভাবনারা অথৈ জলে নিমজ্জিত বলে
আতঙ্ক ছড়িয়ে দেয় কেউ...
সোনালী শস্যের ক্ষেতে মই দেওয়া যায়!
আনন্দানুভূতি ভাগ হতে
রকেট যানের দরকার হয় কিনা জানা নেই...
কোকিলের ডিম কাকের বাসায় রাখে
আর কাক তাতেই তা দিয়ে বাচ্চা ফোটানোর...
তবু আশা বেঁচে থাক স্বপ্ন হয়ে!
তাং- ৩০/০৪/২০২০ ইং