তোমার মধ্যে সবটাই আছে
আবার কিছুই নাই,
ভাবনাটা এক অস্থিরতায়
শান্ত রাখা যে দায়!
সত্য-মিথ্যা কোনটা আসল
নিরূপণে বেশ ভার,
আবারো তাদের কাজের ফসল
তারাই জানেন কার!
কাজের মালিক কাজ করে যায়
নিরবধি তার ভবে,
ভালমন্দের আছে কি চেতনা
চিত্ত স্মরণে তবে!
বিশুদ্ধতার হোক না যাচাই
নিপুণ হাতের তরে,
আপনা হৃদয় খেলুক ভুবনে
আত্ম সুখের ঘরে!
তাং- ২০/১১/২০২০ ইং