যার কথা ভেবে ভেবে রাখা হলো
ঘাটে বাঁধা তরী,
অসময়ে পার হও নদীপথ-
কার হাত ধরি?

কালো রাত এলে তুমি গান গাও আগলে এ পথ,
শুনিয়ে যাও তো কথা অবিরাম সুখেদুঃখে সব।
আত্ম সুখ অন্বেষণে মেতে থাকো
শুধু আজীবন,
কাউকে করোনি সেবা থেকেছিলে
আত্মনিমগন!
সেবায়েত সেবা দিতে খেয়ে যায় হিমশিম কত,
তুমি কিনা বসে বসে বিলাপের সুরে অবিরত।

এক নদী পার হলে শেষ নয়-
জীবন চলার,
ভেবে নিও আরো আছে বাকী পথ-
তোমাকে বলার!

তাং- ০৭/১১/২০২০ ইং