সাধের জীবন কেটেছিল দেশ-বিদেশে কতো,
চাই-নি তারে ধরে রাখে এক বাগানে এতো!
এধার-ওধার সব পেয়েছে স্বর্ণ মুকুট সহ,
বিত্ত-বৈভব,জ্ঞান-বিজ্ঞানে অনন্তকাল বহ!
দিন যাপনের রাজা ছিলেন ধনে-জনে তবে,
হুকুম নামা দিলে যেন এক ঘাটে হয় সবে!
কর্ণধারও প্রাপ্ত হলো এক জীবনের তরে,
পূর্ণতার আর নেই যে বাকি যাবে অবসরে।
ক্ষমতা ও শক্তি যখন পতন হলো তার,
হায়রে! সাধের জীবন কী আর চলে অনিবার!
বেঁধেছিল সোনার খাঁচা শেষ বয়সের ঠাঁই,
বাচন ভঙ্গি হতাশ করে ধন্য জীবন ছাই!
সিংহাসনে বসে ভাবে দু'দিনের এ খেলা,
কার তরে আজ করে গেলাম অখণ্ডতার বেলা?
বৃথা কর্ম হয়নি যারও জন্মাবধি সাধ,
প্রাপ্তি কেন এমন হবে শেষ বয়সের বাঁধ!
দূত হয়ে এক তাই-তো এলো পূর্ণিমারই চাঁদ,
স্বচ্ছ আলোয় ভরলো তাতে দুঃখেরই প্রমাদ!
তাং- ২৬/০৬/২০২০ ইং