তোমার পৃথিবী তুমি সাজিয়ে নিয়েছ,
তুমিই -তো জান কার তরে এই
আকাশ, বাতাস!
তৃপ্তি অতৃপ্তিটা যার-
দেওয়া নেওয়া সেই তো জানেন,
সবকিছু এক সূত্রে গাঁথা আছে বলে
অরক্ষিত পৃথিবীর দাবিদার কেউ
হতে চাই নি কখনো!
তবু,
তোমার মানব আজ-
তোমারই পথ চেয়ে আছে
এক বুক আস্থা নিয়ে!
তাং- ০৬/০৫/২০২০ ইং