স্বস্তি যদি আসে ফিরে
বসন্ত সমান,
ফুল, ফল প্রকৃতিতে
জুড়াত যে প্রাণ!

কবে কার দেখা হবে
অপেক্ষায় রত?
দুঃসময় বয়ে যাক
সুদিনের ব্রত।

বলিদান করে প্রাণ
অবিরত যার,
তনয়ের অশ্রুপাত  
দুঃসহ আবার!

তাং- ০৪/০৬/২০২১ ইং