আসবে আবার এ চরাচর,
তোমার আশায় আপন-পর।
ধূলায় লুঠালো ঐ আকাশ,
আগলে রাখে যে সর্বনাশ!
কতোদিন ধরে পায়নি দেখা,
হবে-তো আবার পুণ্য লেখা।
অন্ধকারের আলোক মণি
দাও না মোদের প্রদীপ খনি!
শক্তি যদি-গো দাও এবার,
পৃথিবী দাঁড়াবে ঘুরে আবার।
কালো রাত আজ যাক না দূরে,
সুখের বাতাস বইবে সুরে!
মাতৃ পুজার আরাধনায়,
বিতাড়িত হোক দুখ ধরায়!
তাং- ১৩/১১/২০২০ ইং