আশ্রয়ের তরে এসে
নিরাপদ সুখ খোঁজে কোনো এক প্রাণী।
ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে,
গন্তব্যের ঘরে আর পৌঁছাতে পারেনি
সময় স্বল্পতা ছিলো বলে...
অন্ধকার নেমে এলে দিশার আলোকে
ভর করে অযাচিতভাবে এক গৃহকোণে
শঙ্কা ভরা মনে স্থান নেই।
দাতা জ্ঞাত আছে,
অপরিচিতের বায়না ফেলাও যায় না।
সবার জীবনে এমনই
কিছু হতে পারে...
প্রাণ আছে বলে এত আবদারে
জীবন, জীবিকা আর যুদ্ধ।
নিয়মের বৃত্তাকারে সব শেষ হবে
তবু- কেড়ে নেয় কাঁচা-পাকা
কিছু পঞ্চবায়ু!
আশ্রয় দাতাও জানে
এই দুঃখ কার,
অপরিপক্ক জীবন শেষ হোক কারো কাম্য নয়...
জন্ম-মৃত্যু এর অবিকৃত আবর্তনে
ফিরে যাক চিরায়ত!
তাং- ১৮/০৫/২০২০ ইং