মল্লিকারা
ঝরে পড়ে কে রাখে তার খোঁজ খবর?
মুগ্ধ মনে দাগ কেটে যায়
নয়ন ভরা সরোবর!

একটি কথা
বলা হলো, জানতো কে সে শেষ কথা?
এ জনমে হবে না আর
পরিতাপের শোধ প্রথা!

তাইতো বলি,
এমন কিছু করতে নেইকো ভুল নীতি,
পরিণামের ঘা থেকে যায়
আফসোসে যার রয় ভীতি!

তাং- ২৮/০১/২০২১ ইং