সবখানে এক চলছে দেখ
মৃত্যু ক্ষুধার ঝড়-
শোক গাঁথা এক জীবন হানি
থামাও যদি একটুখানি!
নিষ্কৃতি দাও মুক্তি দাতা
সৃষ্টি তোমার হে বিধাতা!
মুছতে ব্যথা, কান্না সবার-
ঘুচতে তড়-বড়!
দুঃখ যখন দিবে ভবে
নাশে অধীশ্বর-
লক ডাউনটা খুলবে যখন
বিশ্ব ঝুঁকি- কমবে তখন।
স্বভাবজাত অব্যাহতি
দেখাও যদি অধিপতি।
ত্রি ভুবনে চাইছে সবে,
দাও হে তব বর!
তাং- ২১/০৪/২০২০ ইং