বুঝতে যদি
চাও গো তুমি- অন্য কারো মন,
সঙ্গে নিও শুদ্ধ আত্মা
মিশতে কিছুক্ষণ!
ভেদাভেদের
দেয়াল ভুলে শান্ত সমুদ্দুর,
মিশে গেছে সপ্ত ডিঙা  
একতারা-তে সুর।

তাং- ১৪/০৯/২০২০ ইং