রক্ত মাংসে গড়া এক চালিত ইঞ্জিন,
কত-শত স্নায়ু চাপে অতিক্রমে লীন।
সময়ের ফোঁড়ে ফোঁড়ে তিক্ততা কামাই,
দুর্নিমিত্ত- আদ্যোপান্ত বোধশক্তি খাই!
সংগত টানাপোড়েন চলে অবিরত,
মনীষা হিসেব কষে শুধু ধৃতব্ৰত।
শান্তির পরশে খুঁজি অমৃত বিধান,
বিগড়ানো ইঞ্জিনে যেন স্খলিত সন্ধান।
ঝরা স্বেদ ক্ষয়ে হয় দূষিত বর্জন,
অনুরাগ মান ভাঙে সান্ত্বনা অর্জন।
শুদ্ধ হতে সহসাৎ ভুল করে ফেলি,
সে ভুলের অনুতাপে অন্তরাত্মা জ্বলি।
বেলা শেষে দেখি সব ঠিক হয়ে যায়,
হাজারো কাজের মাঝে বেঁচে থাকা চায়।
তবুও এভাবে চলে জীবন ক্ষরণ,
সংযত আচারে হয় সংকল্প স্মরণ।
তাং- ০১/১০/১৯ ইং