আমি কখনো অদৃশ্য শক্তিকে দেখিনি!
তবে তাঁর সৃষ্টিকে দেখেছি-
অতি মধুর অস্তিত্বে অনুভব করি
এ ভবে প্রতিনিয়ত!
তাবৎ দুনিয়ার গাছ-পালা, পশু-পাখি
রাস্তার ধারে ঐ ক্ষুধার্ত লোক সবই!
কে জানে- এরই মাঝে স্বয়ং প্রভু
অনন্ত বিরাজমান!
কাউকেই তিনি অভুক্ত রাখেনি,
তাঁর নিয়মের অধীনে সবই একীভূত।
কালের অমোঘ বিধানেই পরিপূর্ণ
নির্মাতার গতিধারা!
আমি জানিনা কে সাধু বা ডাকাত
কে অভুক্ত আর কে-বা নিরাশ্রয়ী!
নিয়ন্তার কাছে সূক্ষ্মদর্শী- সব পরমাত্মা
নিখুঁত প্রতিপালিত !
ভূমণ্ডলে তুমি আমি উপলক্ষ্য মাত্র!
অভিনয় শিল্পী মগ্ন থাকে স্বীয় কৃত্যে।
জীবের রক্ষায় তাঁরই অন্ত-হীন
লীলাখেলা ঘটে চলে!
০৪/০৮/১৯ ইং