আমার দেখাই- শ্রেষ্ঠ তুমি ছিলে,
হঠাৎ কেন সব কিছু কে
বদলে তুমি দিলে?
ধন্য তোমার মহৎ আত্মা,
জগৎ জানে- হাজারে এক মিলে!
পায়না লোকে ভরসা আজ তবে,
জানতে পারি- কোথায় থাকো,
ঠিকানাটা হবে?
আর কতো কাল এমন করে,
দুঃখটাকে গোপন করে রবে?
সব কিছুতে পরিপূর্ণ হলে,
অভাব তোমার বেড়েই গেলো
আরও ছলে বলে!
স্বভাব যখন ঘুণে ধরে,
ধন ও মোহ যাবে- রসাতলে।
তাং- ২০/০৫/২০২০ ইং