পলাশ বনে শিমুল এলো
দেখতে আগুন
খেলা,
পায়না খুঁজে পথের দিশা
হন্য সারাবেলা।
তবুও সুখে ঘুরে বেড়ায়
চন্দ্র প্রদীপ
জ্বেলে,
এ কোন সাগর? নতুন দ্বীপে
আশার আলো মেলে!
অজানা পথ পাড়ি দিতে
নেই তো দ্বিধা
ভয়,
নতুন শহর আপনা বলে
আপন করতে হয়।
তাং- ০২/০২/২০২১ ইং