বোধশক্তি উন্মোচিত করো যদি মানবের তরে,
কৃতার্থ সকলে হবে ভবিতব্য শুভাশীষ ভরে।
হানাহানি ঘৃণা সব দূরে যাবে অমানিশা শেষে,
আবার জাগিবে প্রেম ভালোবাসা পুণ্যতিথি এসে!
নির্মমতা গ্রাস করে আজ যেন ধরণীর মাটি,
পাষাণ প্রাচীর ভেঙ্গে খানখান হবে জানি খাঁটি!
তিমির রজনী তার শোধে ঋণ চিরায়ত ধর্মে,
মানবের শুভক্ষয় সব দিক অযথা কুকর্মে!
বিবেক দংশেনি যার হিতাহিত কর্মফল জ্ঞানে,
মনুষ্য জনম তার বৃথা শুধু পশুর সমানে!
সম্ভোগ পীড়নে যার হয়েছিল সমাজে পতন,
অনিত্য আত্মার মান সমব্যথী বুঝে কী তখন!
পথভ্রষ্ট জাতি কুল শুদ্ধাচারে বাঁচো একবার,
বৃথা পথে কেনো ক্ষয় পাপাচারী তুমি বারবার!
তাং- ২৪/০৭/১৯ ইং