মানুষ গড়ার কাজে ব্রত যার মন,
জগতে সেই তো এক
গুরু নিরঞ্জন!
অকাতরে দিয়ে যায় জ্ঞানের ভাণ্ডার,
সুখ খুঁজে পরহিতে
বিলিয়ে অপার।
সুরভিত চন্দনের সুগন্ধি প্রদান,
বিনিময়ে চায় নি-তো
বিন্দু প্রতিদান!
গুরু গৃহে নিয়েছিল নিবেদিত হয়ে,
জ্ঞানকাণ্ডে প্রসারিত
পরিপূর্ণ লয়ে!
মনে পড়ে শিক্ষাদাতা আলোক দিশারি,
রেখেছ বর্তিকা কতো
চক্রবাল ধারী!
জন্মদাতা মাতাপিতা পৃথিবীতে আনে,
শিক্ষাগুরু আলো জ্বালে
জ্ঞানচক্ষু দানে।
তাং- ০৫/০৯/২০২০ ইং