যখনই আঘাত দাও কিছুই বলার নেই
দিয়ে যাও যত পারো,
জানবে প্রতিঘাত তৈরি হয় স্বভাবজাত নিয়মে!
এই স্থানে- যে খেলার মাঠ আছে তা সবার তরে
তৈরি করা, কেউ একা ভোগ করে যাবে?
আঘাতের কষ্ট বুঝি বলে
দিতে চাইনি কোনো প্রতিঘাত!
জানি, এর অধিকারী- আমি নই,
ঐ ঋণের বোঝা আমি নেবো কেন?
আঘাতকারী থাকুক ঋণী হয়ে,
যেদিন শোধের পালা আসবে
প্রতিধ্বনি হয়ে- সকলের সঙ্গে আমিও শুনে যাব
প্রতিঘাতের এ গান, এতে কোনো ভুল নেই!
তাং- ৩০/০৫/২০২১ ইং