বলবে কে আর, কেমন আছি? চলে গেলেন তিনি,
নীরবতা আঁধার এনে শূন্যে মেলায় যিনি।
কালও ছিল "চাঁদের হাটে" ঘরটি আলো করে,
আজকে সেথা শূন্য পথে অন্দরমহল ছেড়ে।

যুদ্ধ জয়ের জীবন রথে- কালের সাক্ষী কত,
হয়নি বিফল এক কদমও চলতে অবিরত।
অকাতরে দিয়ে গেলে নীরব ভালোবাসা,
প্রতিদানে চাও নি কিছু অন্তরাত্মা খাসা!

শোক সাগরে ভাসালে সব এক আকাশের তারা,
আশীর্বাদে পুষ্ট করো উত্তরসূরি যারা!
সুখে-দুঃখে পদচারণ আর হবে না জানি,
এমন আত্মা ওগো বিধি দাও না আবার আনি!

কষ্ট যদি দিয়ে থাকি ভ্রান্ত মনে কভু,
ক্ষমা করো এ তনয়ের আর্জি রাখি প্রভু!
সুখে থাকো পরপারে অনন্তকাল ধরে,
অন্তিমকালের মহাযাত্রা ভুলি কেমন করে!

শান্ত নদের ক্ষান্ত খেলা সাঙ্গতে আভাষ,
স্মৃতিপটে আঁকা রবে তব অভিলাষ!

তাং- ১৬/১২/২০২০ ইং