আত্মাটাকে শুদ্ধ রাখা
বড়ই কঠিন কাজ,
কলুষিত হয়রে তাহা
সুযোগ পেলে রাজ!
চাঁদেরও কলঙ্ক আছে
জানে সর্ব জনে,
তাই বলে কি- দোষে দুষ্ট
তুমি কেনো পণে?
একটুখানি ধৈর্যে অটল
থাকা তোমার চাই,
তবেই তোমার অন্তস্তলে
শোভন থাকবে ভাই।
জীবন রথের- যাত্রা পথে
যে যা করুক ভবে,
তুমি তোমার একাগ্রতায়
শান্ত স্থিরে রবে।
জীবন মানে- একটু সুখী
একটু ভালোবাসা,
অট্টালিকায় অবরুদ্ধ
কেনো এতো ঠাসা?
তাং- ২২/০৯/২০১৯ ইং