পাপশক্তি দূরে যায় শুভ বুদ্ধি দ্বারা,
দেবকুলে শত্রু নাশ, হয় নব ধারা।
ভ্রমের বিলোপ দানে এলো জ্ঞান দায়ী,
মহামায়া আবির্ভূত দৈত্য ধরাশায়ী।
দুঃখ-কষ্ট, ভয়-ভীতি, আপদ-বিপদ,
দেব দ্রোহী হবে আজ এ ধরায় বধ!
বিপদ আসন্ন জেনে হয় নত শির,
কার তরে যুদ্ধে রত- বলো ওগো বীর!
অন্তিমে দানব চায় যজ্ঞ ভাগ বর,
মাতৃ পদতলে ঠাঁই লভে অতঃপর!
তাং- ২২/১০/২০২০ ইং