অনুভবে ছিলে তুমি
চিরদিন ধরে,
সরোবরে পদ্মফুল
অতি মনোহরে!

নক্ষত্রের উজ্জ্বলতা-
চোখ আজ কাড়ে,
রজনীর ভালোবাসা
মনঃপ্রাণ নাড়ে!

থাকো তুমি এই মনে
শাখামূল জুড়ে,
বেঁচে রবে যতদিন
অবিচল মুড়ে!

তাং- ২৯/০৫/২০২১ ইং