যা ভাবে মানব মন
নিরর্থক শুধু,
এক ভাগ সত্য এর
বাকি সব ধুধু!

নিরাকার ঠিকানায়
কত-শত মেলা,
সাধ্য কার বুঝে তাঁর
একবিন্দু খেলা!

নানাবিধ চেতনার
বিকীর্ণ ফলন,
চঞ্চল প্রাণেতে দুঃখ
বাড়ে অনুক্ষণ।

অবান্তর ভাবনায়
ডুবে অন্ধকারে,
নিজেকে পুড়িয়ে মারা
ওগো কার তরে!

সচেতন থাকা এক
মহা পরিক্রম,
দুর্লভ জনম লাভে
সব মতি ভ্রম।  

নিত্যতায় স্থির হও
আপন ধরায়,
শুদ্ধ আত্মা কোথা যাবে
ভুলে পা বাড়ায়!

তাং- ৩০/০৮/২০২০ ইং