কেউ বলে আমি নেব
কেউ বলে তুমি,
জল্পনা-কল্পনা চলে
সারাক্ষণ চুমি!
জন্মদাতা পিতা মাতা
ভাগে টানাটানি,
নিঃস্বার্থ ভবের প্রেম
আছে কার মানি?
পুত্রধন বড় ধন
নেই কেউ আর,
উচ্ছিষ্ট কন্যার ধার
ধারে কে আবার!
ছাড়ে না তনয়া হাল
বিন্দু যদি পায়,
তিন বৃত্ত খেলা চলে
কে কারে ঠকায়!
পরিশেষে ঠিক হয়
মায়ের বচন,
পরপারে যদি যায়
তবে পাবে ধন!
তাং- ১৩/০৯/২০২০ ইং