একজন মহান নেতার কারনেই
একটি দেশের জন্ম হলো!
যে দেশের জনগণ পেলো
একটি সুন্দর স্বাধীন ভূখণ্ড,
পেলো একটি পতাকা ও মানচিত্র।
মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য
পেলো এ জাতি আত্মসম্মানবোধ।
যে দেশের উদ্ভব না-হলে
পরাধীনতার শৃঙ্খল থেকে
মুক্তি পেতো না এ জাতি;
মুক্তি পেতো না বুকভরে নিশ্বাস
নিয়ে বেঁচে থাকারও অধিকার।
শস্য-শ্যামল বাংলা হারাতো তার
চিরায়ত শোভা - এ দেশ স্বাধীন না হলে।
সেই মহান নেতা বেঁচে আছে
এই বাংলার হৃদয়ে,
বেঁচে আছে বাংলার শিরা-উপশিরায়।
এই বাংলা তোমাকে ভুলবে না কোনদিনও,
ভুলবে না এই মহান নেতার আত্মদান।
ভুলবে না বাঙালীরা এই রক্তঝরা
শোকাবহ পনেরো আগষ্ট!
তাং -১৪/০৮/১৮