আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন দেখি মানুষ বন্দী দেশের সীমারেখায়।
টিভি চ্যানেল গুলো করছে আকাশ-বাতাস পার।
ধনতন্ত্রের সাজানো ব্যাবসার সম্ভার।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন দেখি দেশ বন্দী মুক্ত-বাণিজ্য চাওয়া-পাওয়ায়।
দেশের মানুষ বন্দী আজ ঋণ দাতাদের ফাঁদে।
ঋণ গ্রহিতা সেজেছে তাঁরা বেঁচে থাকার সাধে।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন দেখি সমাজ শৃঙ্খল প্রতিটি লোকের পায়।
ধর্ম আজ লাগছে কাজে অনেক আবরণে।
ধর্ম আজও অন্তরায় সামাজিক বাঁধনে।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন দেখি ধর্ম আসে রাজনৈতিক চেতনায়।
রাষ্ট্রধর্ম থেকে গেলো সংবিধানের ভরে।
কিসের ভয়?কেন মিথ্যা নির্বাচনী ইস্তেহারে।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন বলে বিশ্বাষ রেখো দেশের স্বাধীনতায়।
কেন স্বাধীন?কি ভাবে স্বাধীন?কিসের স্বাধীনতা?
এখনো দেশের রাষ্ট্র-দর্শন হয়নি স্বাধীনচেতা।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
যখন দেখি মানুষ গুলো রাজনীতির সীমানায়।
বিএনপি,আওয়ামী লীগ আর জামাতের চিৎকার।
বাকী সব বাচ্চা যেনো,তারা শুধুই ভোটার।
আজ স্বপ্নগুলো শহীদ হয়ে যায়।
নির্লিপ্ত চেতনায় বাস্তবতা ঠাঁয় পায়।
নিকষ কালো বাস্তবতা।
আমার ঘরে আধাঁরের অসীমতায়,
শব্দে মুখর পৃথিবীর চরম নিরবতায়।