অবারিত বাংলার মাঠ-প্রান্তরে
পতপত করে উড়ে লাল সবুজের পতাকা।
আজ হয়তো স্বার্থক আমাদের রক্তিম স্বাধীনতা!
এখানে প্রতি বর্গ মাইলে
চুয়ান্ন জন শহীদ আত্মার বসতি।
প্রতি বর্গ মাইলে কানে বাজে,
চার জন মা-বোনের সম্ভ্রম হারানোর আকুতি।
অনেক দামে মিলেছে এই বাংলার ভূমি।
তোমার জন্য দিয়েছে জীবন,
তোমার মুখের হাসি।
ওদের আত্মা কষ্টে আছে,
তুমি দেখোনা কি?
তুমি স্বাধীন হলে মাগো,
ওদের মুক্ত করো।
তুমি ধর্ম ছাড়ো।