কেন আর রবীন্দ্র আবেগ।
কেন ঐ দূরে উড়া বলাকার ঝাঁকে,
মুক্তির স্বাদ খোঁজ অতৃপ্ত বুকে।
চোখে সাজিয়ে তৃপ্তির আবেগ।
কেন আর ঐ ফাল্গুণী সাজ।
আষাঢ়ের নুয়ে পরা আকাশের ছবি
ভাদ্রের ভেদরের কথা বলা কবি।
চোখে নিয়ে শ্রাবণের লাজ।
জেগে উঠো রূদ্র বৈশাখী,
ফেলে আসা চৈত্রের আহাকার,
বুঝে নাও হারানো সেই শাষকের ভার।
জৈষ্ঠ্যের রোদে ঝলসে দাও দুষ্টের আঁখী।