আজ থেকে একটি শতাব্দী করে পার
যদি সুযোগ মিলে একটা জীবণ কাটাবার।
কি দেখছো তখন তুমি পৃথিবীতে?
কিছুই চলছে না তোমাদের কথামতে।
তখনো কি তুমি আজকের মতোই বলে যাবে,
দুনিয়া দু-দিনের,যতো সুখ সব পরকালে পাবে।
যদি এমনই বলো তুমি একশো বছর পর,
সবাই বলবে তোমায় আদি বর্বর।
তারপরেও যদি বলো পরকালের কথা,
নিশ্চিত জেনো,হারাবে মানুষের যোগ্যতা।
তুমি তখনও আজকের মতো
ভাবছো,পরকালে পাবে সুখ আছে যত।
অথবা তুমি বলবে তখন,
পরকালে পাবে সাজা,যারা করছে এমন।
তোমায় বলবে লোকে"এ ট্রাইনোসরাসের যুগের লোক"
একে চিড়িয়াখানায় রাখা হোক।
তখনো তো বলবে হাসি-হাসি মুখে,
পরকালে থাকবে তুমি মহা সুখে।
অথবা ভাবছো,পরকালে কি হবে এদের?
নিশ্চিত পোড়বে আগুনে নরকের।
ভেবেছো কি এর চেয়ে বড় আর কি শাস্তী চলে,
মানুষ হয়েও বন্দী তুমি মানুষ-না বলে।
দেখো তোমায় দেখে লোকে,অদ্ভূত ঘৃণার চোখে।
কিচ্ছু করার নেই,যদিও প্রচন্ড রাগ তোমারও চোখে-মুখে।
কিচ্ছু করার নেই,কারণ তুমি ভীষণ একা।
কোথাও পাবে না তুমি তোমাদের দেখা।
এর মাঝে যদি তোমার এসে যায় হুশ,
জেনে যাবে তুমি এক মৃত মানুষ।