দুই মণ ধানে মিলে একটা ইলিশ,
তাই বুঝি কেটে গেছে কৃষকের দিশ।
কি করে জমিতে কৃষক ফলাবে ধান
বাজারে বেচে যদি ন্যায্য মূল্য না পান।
ধানের আবাদ করে হয়ে গেছে ঋণ।
সার লাগে,বিষ লাগে,লাগে কেরোসিন।
এমন বাজারে ধানের মূল্য না পেয়ে,
কৃষক বাঁচবে কি লবণ-ভাত খেয়ে?
আজো কৃষিতে বাঁচে আমার এই দেশ,
কৃষক বাঁচাতে চাই নুতন আদেশ।
ধানের চালান যাক বিদেশ বাজারে,
খুশির বন্যা আসুক কৃষকের ঘরে।
কৃষক বাঁচলে তবে জোটবে আহার,
পথ করে দিতে হবে কৃষক বাঁচার।