যদি ফিরে আসো পাহাড়ী নদীর অনিশ্চিত স্রোতে
এখনো এখানে আশার আলো ঝিল-মিল।
এখনো পাখা মেলে উড়ে চলে দূর্বার গাংচিল।
পাহাড়ী নদী এখনো মেশে নাই কোনো মোহনাতে।
এই নদী এখনো জীবণের মানে খোঁজে
চলার পথে ভূল করে বয়ে চলে জঞ্জাল
কোথাও হয়তো তৃষ্ণার চুমুক দেয় ঘড়িয়াল।
না বুঝেই হয়তো কোথাও,ভরিয়েছে সবুজে-সবুজে।
পাহাড়ী নদীর এখনো মোহনার মাদকতা।
পাল তোলা নৌকা বুক চিরে বয়ে যায়,
স্রোতের পাজরে এখনো জীবণ মানে খোঁজে পায়।
শুধু বয়ে যাওয়া নদীর রয়ে যায় অপূর্ণতা।
যদি এখনো গোপনে স্রোতস্বিনীর স্বপনে ভাসো
ভেলা হয়ে যদি মন চলে যেতে চায়
জেনে রেখো পাহাড়ী নদী বয়ে চলে তোমার অপেক্ষায়,
ভালোবেসে তার কাছে যদি ফিরে আসো।