শিঙ্গায় ফুঁ দিয়ে চলে গেছে ইস্রাফিল।
মরে গেছে সব শিকারী চিল।
নখ,ঠোটের ধার চলে গেছে তাই
শিকারী চিল নিয়েছে বিদায়।
জেগে গেছে পৃথিবী
জেগে গেছে মানুষের জাত।
মুছে দেবে পৃথিবীর কান্নার দাগ।
ভেসে গেছে পরাজয়,জয়ের প্লাবনে।
কথা রটে গেছে পবনে-পবনে।
হেরে গেছে সব অশরীর দল।
ছেড়ে গেছে তারা পৃথিবীর দখল।
বই গুলো সব জলে ভেসে গেছে।
ঘর গুলোতে বাঁদুড় বাসা বেধেছে।
ধর্মের ফাঁসী হয়ে গেছে বিনা-বিচারে।
লাশ গুলো রাখা আছে ভূত-জাদুঘরে।
শিঙ্গায় ফুঁ দিয়ে চলে গেছে ইস্রাফিল।
কেয়ামত হয়ে গেছে।
সে তো বহুদিন আগে!