দেশপ্রেমের আস্ফালন দেখি ক্যামেরার ফ্ল্যাশে।
দেশপ্রেমিক দেখি ফেইসবুকের ষ্ট্যাটাসে।
দেশপ্রেম দেখি পান্ডিত্ব-জলসার কথাতে।
দেশপ্রেমিক দেখি নিশিরাতে টিভি চ্যানেল গুলাতে।
আমাদের দেশপ্রেম'২৬মার্চ,১৬ডিসেম্বর,২১ফেব্রুয়ারি"।
আমাদের দেশপ্রেম'আমি কি ভূলিতে পারি"।
আমরা অবরুদ্ধ ধর্মান্ধতায়,
আমরা অবরুদ্ধ'ভাগ্য-বিধাতায়"।
আমরা অবরুদ্ধ পিকেটিং,হরতালে।
আমরা অবরুদ্ধ রাজনীতির যাতাকলে।
আমার দেশ তসলিমার নিরুদ্দেশে চলা।
আমার দেশ হুমায়নের বাক-রহিত-করন কলা।
আমার দেশ বিশ্বজিতের বাঁচতে চাওয়ার মোহ,
আমার দেশ গার্মেন্টসের আগুনে পোড়া দেহ।
আমরা বাঙ্গালী,১৬কোটি জনতা।
আমরা প্রজা,রাজা সয়ং বিধাতা।
আমি বাঙ্গালী,লাখো নির্বাক শহীদ মিনার,
আমি বাঙ্গালী,হাজারো বব্ধভূমির বোবা চিৎকার।
আমি বাঙ্গালী,লাখো শহীদের রক্ত-বিশ্বাসে,
আমি বাঙ্গালী,মুজিবের শেষ নিশ্বাষে।