দেবতা,পরাজয় মেনে গেছো দানবের কাছে।
তোমার শরীরের আদি দানব জেগে গেছে।
আকাশ-বাতাস,সকল বাঁধন ছিড়িয়া
দানবের মাথা উঠে গেছে হিমালয় ছাড়িয়া।
দেবীর স্পর্শে হবে দানবের বধ।

চুপিসারে ঢুকে গেছো স্বর্গের মাঝে।
দেবীরা বসে আছে অপরূপ সাজে।
সহেনা দেরী,দানবেরে দিতে হবে বলী।
দেবীর শরীরে সেঁটে গেছে নামাবলি।
এই দেবীর কাছেই হবে দানবের বধ।

কড়িকাঠে ঢুকে গেছে দানবের গলা।
দেবীর তখন চলে ধৈর্যের পালা।
দানবের বধ হয়,মাথা গেছে গুটিয়ে।
দেবীও খুশী হয় কিছু টাকা পেয়ে।
তুমিও তৃপ্ত তখন দানবের বধে।

এই স্বর্গে দানবের বধ হয় হাজার বার।
দেবীদের শরীর এই স্বর্গের অস্ত্র ভান্ডার।
দেবতারা ছুটে আসে এখানে,করে নিতে দানবের বধ।
দেবী ও দেবতা এখানে সমান নিরাপদ।
এই স্বর্গে খাবার জোটে দানব বধে!