সময় হয়ে গেছে,চলে যেতে হবে।
আমিও চলে যেতে চাই,এসেছিলাম ১২মাস আগে।
জীবণ পূর্ণতা পেলো,পূর্ণ হাজার ঘটনা বহরে।
ছবির মতো ফোটে আছে সমস্ত শরীরে।
যা ঘটার তা ঘটে গেছে,আমার শরীরে।
দিনের ঘরে,ছবি এঁকে গেছি উল্কীর মতো করে।
চেয়ে দেখো আমার শরীরে,
কোথাও জীবণের স্রোত থেমে গেছে।
পোড়ে গেছে শ্রমিকের মন।
স্বপ্নের তাল কেটে গেছে,
কোথাও হয়েছে রক্ত-প্লাবন।
কোন ঘরে আঁকা আছে কৃষকের হাসি।
চোখের তাঁরায় ফোটা বিজয়ের খুশি।
অনেক তারিখের ঘরে রক্তের দাগ লেগে আছে,
কোনটায় ভালো থাকার চিহ্ন মিশে আছে।
এ ভাবেই ভাল-মন্দে আমার জীবণ কেটেছে।
চলে যাবো,নিজেকে মুছে দিতে পারবোনা।
তাই,থেকে যাবো পুরোনো ক্যালেন্ডারের পাতাতে।
আর তোমাদের স্মৃতিতে।
আজ ৩১শে ডিসেম্বর।
কাল নুতন বছর