ঘুম ভেঙ্গে গেছে,কেটে গেছে ঘুমের আয়েশ।
তড়িঘড়ি বেরুই,কাজের নেই শেষ।
গ্রাম থেকে শহরে,শহর থেকে গ্রামে
কত যে কাজ থাকে এই পরাধামে।
প্রতিদিন ছুটে চলি এখানে-ওখানে,
ফাঁক পেলে ঢুকে পরি গোলাপ বাগানে।
এভাবেই দিন যায় কাজে-অকাজে,
দুপুরটা পেরোলেই মনে বাঁশী বাজে।
সন্ধ্যাটা আসে বিকেলের শেষে।
পাড়ি দেই তারে লাল জলে ভেসে।
রাত বেড়ে গেলে দেখা দেয় শশী
ঢুলু-ঢুলু চোখে বাড়ী ফিরে আসি।
এখনো রাতের রয়ে গেছে বাকি,
অদ্ভূত স্বরে ডেকে চলে রাত জাগা পাখি।
এই রাত চলে গেলে আর একটি দিন
এভাবেই বেড়ে চলে দিন,প্রতিদিন
এ ভাবেই কেটে গেছে দু-দুটি বছর
বয়ে নিয়ে নিজেকে আর অগোছালো ঘর।
শুধু ঝুলে থাকে মন,এক কালো হ্যাঙ্গারে।
আমার অগোছালো ঘরে,
কালো জামাটার মতো,কালো হ্যাঙ্গারে।
তা ও প্রায়,দু-বছর ধরে।
প্রতিদিন ধূলো জমে জামাটার উপরে,
সে শুধু ঝুলে থাকে কালো হ্যাঙ্গারে।
একদিন ক্ষয়ে যাবে কালো জামাটা আমার,
তবুও থেকে যাবে ঐ কালো হ্যাঙ্গার।