আমি সম্ভবত খুব অল্প কিছুর জন্য মারা যাবো,
হয়তো গোধূলির লগ্নের জন্য,
অথবা কোনো এক বসন্তের ফুতকারে,
তোমাদের প্রবীণ পৃথিবীর সকল মান,
অভিমান,
অভিযোগ কে তুচ্ছ করে,
সকল দায়িত্বের বোঝাকে -
একটি শলাকার প্রজ্জ্বলিত অবশিষ্টাংশকে পায়ে-
পিশে ফেলার মতো পিশে দিবো,
আমি হয়তো খুব অল্প কিছুর জন্য মারা যাবে,
বিদায় কালে আমার সঙ্গী হবে
আমার অলিখিত কাব্য,
যেখানে পায়চারী করবে তুমি এবং তোমারা,
হৃদয় নামক হৃদপিন্ডকে বেচে দিবো কোনো এক কাচখচিত গ্লোসারি শপে,
যেখানে শস্তায় ভালোবাসা কেনা বেচা হয়,
আচ্ছা তোমাদের মেট্রোপলিশে কি এখনো ভালোবাসা কেনা বেচা হয়?

কারা কিনে!

সেকি অর্থের বিনিময়?