অগ্নিরথ,
আমায় কোলে তুলে নিও সবশেষে,  
ইচ্ছা হলে ছুঁড়ে ফেলো কুহকের দেশে।  
জগতের অকুলা প্রান্তরে,
ক্লান্তির হ্রদে,  
দহনময় সূক্ষ্মতরুণে আমায় ভাসাও হিমকথায়।  

অলখসন্ধ্যা ডাকে নীরব চক্রবাল,  
সেখানে যেন বিলীন হই অনাহত রক্তিমাভায়।  
কুটিল মায়ার কূটস্তম্ভে,
সঞ্চারিত অলোকসুধায়,  
আমার ক্ষীণ শ্বাস গন্ধার্থ মিশুক অকৃত্রিম ছায়ায়।  

তুমি হাওয়ায় ভেসে যাও,
প্রান্তিকার অভিসারে,  
আমার কুহেলিকা-দোলনাকে রেখো অব্যক্ত রহস্যে।