স্বপ্নের  রাজকন্যা
—উৎপল নরেন্দ্র মাইতি

স্বপ্নে প্রেম সবাই করে ;  
তখন কি কেউ ধরা পড়ে ?
আমিও যেদিন দেখেছিলাম তারে
সেই থেকে মন যে আমার কেমন কেমন করে !

     কী রে ?  কী ব্যাপার ?
     প্রেমে পড়েছিস নাকি এবার ?
     প্রেম !  জানি না, এর নাম প্রেম কিনা ;
     তবে কোনো কিছুতেই না মন লাগে না !
     জানিস  কিচ্ছু ভালো লাগে না আর
     যদি না তাকে দেখতে পাই একটিবার !
     শুধু ভাবি... এ-ই বুঝি আমার রাজকন্যা !
     তাই কি রাতে ঘুম আসে না ?

     তার পর ?
     তারপর... দিন যায়, রাত যায়,
     হৃদয় যেন আশ জাগায় ।
     রোজই ভাবি এইবারে যাই দিই বলে ;
     জানিসই তো, আমি যে বড্ড ভীতু ছেলে ।

     শেষে কী করলি তাকে বলতে পারলি ?
     শেষে একদিন সাহস করে
     বলেই ফেললাম মনের জোরে ;
         “তোমাকে জানাতে ভালোবাসা,
         তাই তো তোমার কাছে আসা !”

     রাজকন্যা কি বলল ?
     নিশ্চয় তোকে জড়িয়ে ধরলো ?
     এই বল না !  আমার যে আর তর সয় না !  
     সে কী বলল ?
     মৃদু হেসে সে বলল...
         “কাকে আবার ‘তুমি’ বলা হচ্ছে ?
         মাথাটা কি তোর একেবারেই গেছে ?
         তুই যেন কিছু মনে করিস না ,
         মন যে দিয়েছি আমি আগেই অন্য জনায় !
         কী হবে আমার সাথে প্রেম করে ?
         তার চেয়ে থাক না, যেমন বন্ধু ছিলি, চিরদিন বন্ধু হয়ে।”

দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর !
হ্যাঁ,  অন্তত  তেইশটা বছর !
তারপর হঠাৎ একদিন ফেসবুক মেসেঞ্জারে নোটিফিকেশন ।
খুলে দেখি...

     হাই, চিনতে পারছিস্ ?
     হ্যাঁ, বল !

     কেমন আছিস ?
     ঐ একরকম আছি আর কি !

     কেন, কিছু কি হয়েছে ?
     একটা না কথা বলার ছিল,
     যদি কিছু মনে না করিস !

     বল, কী কথা ?
     অনেক বছর ধরে হৃদয় মাঝে আটকে আছে
     ভীষণ এক ব্যাথা !
     আগে কেন বলিনি ?  তোর খারাপ লাগে পাছে !
     জানিস, যাকে ভেবেছিলাম স্বপ্নের রাজকন্যা
     সে যে মরীচিকা, এছাড়া আর কিছুই না !
     জানিস !  আসলে না তখন বুঝিনি,
     কে আমার সত্যিকারের রাজকন্যা !

     কী রে, রাজকন্যাটি তবে কে ছিল রে ?
     আমার রাজকন্যা ?  আর কেউ নয় যে সে,
     আমার রাজকন্যা আমার পাশেই ছিল
     শুধু তখন চিনতে পারিনি তারে !

     কী রে, এখনো বুঝতে পারলি না
     কে ছিল আমার রাজকন্যা ?

     তখন বলতে পারলি না কেন ?
     জানিস-ই তো আমি যে ভীতু ছিলাম,
     সাহস হয়নি তখনো !

     তখন যদি তুই বলতিস, একটিবার বলতে পারতিস
     দেখতিস, তোর রাজকন্যা যে তোরই ছিল,
     বসে অপেক্ষায় ওরে
     তুই কখন তারে নিয়ে যাবি পক্ষীরাজে চড়ে !

     ওরে আমি বলতাম কী করে ?
     শুরুতে সেই যে হোঁচট খেলাম,
     যেমনি ভীতু ছিলাম... তেমনি ভীতুই যে গেলাম রয়ে !
                              *********