শস্য শ্যামলা ভারত মায়ের
গর্ভ রত্নে ভরা,
ধন সম্পদ করতে হরণ
আসতো সব লুটেরা ।
শক হুন এলো পাঠান মোঘল
লোলুপ দৃষ্টি নিয়ে,
করলো শোষণ শাসন করলো
রক্তচক্ষু দিয়ে ।
পর্তুগীজ আর ফার্সী এলো
ব্যবসা করতে দেশে,
ব্রিটিশ এলো তাদের পিছে
লাগলো লড়াই শেষে ।
একে একে পতন সবার
রইলো ব্রিটিশ একা,
সারা বাজার করলো দখল
আর গেল না রোখা ।
মীর জাফরের বেইমানীতে
জয়ী ব্রিটিশ রণে,
স্বাধীনতা অস্ত গেল
পলাশী আম বনে ।
ভারতবাসীর পায়ে বেড়ী
হলো পরের অধীন,
পণ করে বীর সন্তানেরা
করবে দেশকে স্বাধীন ।
ঘর ছেড়ে যায় বন জঙ্গলে
রক্ষিতে মা’র সম্মান,
প্রাণ বলিদান দিলো কতো
বীর বাহাদুর সন্তান ।
মা হারালো সম্তানেরে
কতো সংসার উজাড় !
শাঁখা সিঁদূর হারিয়ে শির
গর্বে উচ্চ সবার ।
দেশের শত্রু অনেক ছিলো
মীর জাফর নয় একা,
কারও নজর সিংহাসনে
কারও নজর টাকা !
বিপ্লবীদের গতিবিধি
পৌঁছে দিত কানে,
ব্রিটিশ সেনা মারতো তাদের
সুকৌশলে প্রাণে ।
দুশো বছর দীর্ঘ লড়াই
স্বাধীনতা সংগ্রাম,
ঝরলো কতো রক্ত ধারা
শহিদ কতো যে প্রাণ !
আগষ্ট মাসের পনেরো তে
উনিশশো সাতচল্লিশ,
অধীনতার শিকল খুলতে
বাধ্য হলো ব্রিটিশ ।
আনন্দে সব উঠলো সেজে
তিরঙ্গার তিন রঙে,
করলো স্মরণ বীর শহিদদের
বন্দেমাতরম-এ ।
*****