ব্যাথার শহর,ধূ ধূ বালুচর
জীবনটা যে, এক অন্য প্রহর
রক্ত ফ্যাকাসে,
মন শুধুই আকাশে,
নাক বন্ধ ঝাঁসে,
জীবনটা যে কত কঠিন ফাঁসে,
কীভাবে বানাবে বাঁচার ঘর,ধূ ধূ বালুচর
জীবনটা যে, এক অন্য প্রহর।
স্বপ্ন অনেক,
জলহীন লেক,
দশানুভূতির ঠেক,
জীবনটা যে, নুন ছিটের সেঁক
কত আশা বুকে,
ভালো খাওয়া শুকে
চলি মাথা ঝুকে,
জীবনটা যে কথা নেই মূকে,
শুধুই কি পড়ে থাকিবে ধর,ধূ ধূ বালুচর
জীবনটা যে, এক অন্য প্রহর।
কেউ বাসে না ভালো,
বিষে কামড়ালো,
নিভে গেছে সব আলো,
জীবনটা কে সহজেই জ্বালো
কষ্ট শীতে,
লাল রঙের ফিতে,
হজম নেই ঘিতে,
জীবনটা যে শেষ চিতে,
অন্যেরা বলে, এবার তো মর,ধূ ধূ বালুচর
জীবনটা যে, এক অন্য প্রহর।