আমার মায়ের মুখ
যেন সর্বসুখ
তোমার থেকে পেয়েছি যে আলো,
তুমি না চাইলেও
পৃথিবীতে আর কেউ
বাসতে পারে না যে এত ভালো ।
যখনই হয়েছি অভিমানী
আমায় নিয়েছ কাছে টানি
দিয়েছ স্নেহের পরশ তুমি যত,
যখন খুব জোর আঘাত লাগে
মা ডাকের মলম এসে আগে
বুঝতে দেয়না কোনো গভীর ক্ষত ।
কত বৃষ্টিভেজা দিনে
নিজে ভিজেছিলে
আঁচল দিয়ে ঢেকেছিলে আমায়,
অসুখ হলে কিছু
ছায়ার মতো পিছু
থাকতে তুমি শুকনো মুখে দাড়ায় ।
যখনই হয়েছে অসুবিধা
করোনি তো কোনো দ্বিধা
আগলে রেখেছ তোমার প্রাণ খনিতে,
তুমি ছাড়া এজন্ম না
কিছু শেখা আর হতো না
কেউ তোমার জায়গা না পারবে নিতে ।