কিছু কালের ই কথা।
প্রকৃতির বুকে ধরেছিল জ্বালা।।
সে কালে মানব মাথা।
কেন যে বোঝেনি হেলে চলা।।
এখন নিজ বক্ষে জ্বালা।
শ্রেষ্ঠের দম্ম ফালা ফালা।।
কল, দোল স্তব্দতায়।
ঘরে বৌদ্ধ বানি বর্ণীতায়।।
প্রজাপতিরা দোলছে।
নদীরা নিজ সাজে সেজেছে।।
পাখিরা ডানা মেলছে।
পাতারা নন্দে নিশ্বাস ফেলছে।।
শ্রেষ্ট ভুলে ছিল মাথা।
পৃথিবীর অস্তি ছোট পাতা।।
আমাগো ভোলে ভুগছে।
কেন ছোট নন্দ প্রান তারা?
রেস্টুরেন্টে এর ঘরে।
কেন নিয়ে যে যাচ্ছে না মোরে?
মাঠের কোনের ঘরে।
কেন না মিলি মিলনাত্মক?