জীবন পেয়েছি
জন্মান্ধের কৃপায়।
নিজ নাম শুনেছি
অন্য কন্ঠের করুনায়।
আহার পেয়েছি
জীব প্রাণের বিনিময়।।
শিক্ষা পেয়েছি
ভুল করার ফলে।
জ্ঞানের সন্ধান স্ফুটিছে
অজ্ঞান তায় বিলিন হয়ে।
আলোটা খুঁজেছি
অন্ধকার আসার ফলে।।
শীতের আমেজ মনে পড়ে
গ্ৰীষ্মের রুদ্রের প্রকান্ডতায়।
দিনকে ভোলেনি
অন্ধকারের গভীরতায়।
সত্য কে খুঁজে বেড়ায়
কলির নৃশংস লিলায়।।
সোনালী রুপকে ছুয়েছি
নৃশংস মলিনতায় ডুবে।
পরিষ্কার করার ভাবনা জন্মেছে
করোনার প্রভাব দেখে।
শ্বাসকে বাঁচাবো বিশ্ব মন নেরেছে
শ্বাসে জ্বলন অনুভব করে।।
বিশ্ব মাতা পুশেছে লালা
পরিবেশকে সুন্দরের ভাবনায়।
আলের লাল হয়েছে ঊদ্দত্ত্ব
প্রভুত্বের বিশ্ব আঙিনায়।
লালে দিয়েছে ফাল
বিশ্ব মানবতার ভূমি ছায়।
কিসের এতো অহংকার!
আছে কি আমার?
জীবন যুদ্ধের এই খেলায়।।