রটছে রটার ঠুটে!
মনে পড়েনি প্রাতে।
রটায় রটিয়ে কান্না!
দেখল কি হল রান্না?
এই এল আসল জলে!
শেখেনি সাঁতার সোমে।
এই যে ধরেছে শনি!
ঠুটের মন্ত্রের মুখে।।
রটিয়েছিস ঠুটরা
ফুটিয়েছিস ফুটরা।
যে পায় জীবন প্রাণ
সেই সোমে সাবধান।
তাই শনি প্রাণ মনি।।
হাতে কলমে ভাবনা
ফুটবেনা শতকরা?
চরখার আত্য ব্রত
পুরন হবে একত্র।।
নতুনের খুঁজে থাকব আমরা।
রটানোর কাজে গোগোল বেচারা।
চিনব সবই, জানব প্রতিকি।
নেব যে সবই, মিটাব মায়ের ফি।।