গরিবের নাই টাকা। বুড়ো ঠুঁটো রতিন লুটছে ডাকা।।
আছে প্রশাসনে ধারা। গরিব পানে মোবাল ফাঁকা।।
ফুসছে যুবক দণ্ড। ঘরে কোনে আছে মাতৃ দণ্ড।।
এ এমন পরিহাস। জীবনে কি তার নাই রাশ?।।
করোনার রাশ পাবে। সবই আবার শুরু হবে।।
কিছু পরেছেন তালে। আর কিছু বাঁচে আংগো ভুলে।।
এই হবে পরিনতি। তাদের কি হবে না আরতি?।।
এই ছিল পরিনতি। কেন পানে সব বিষে পানি?।।
কেন তালার লাইন। কাটবে না ডালে ডালে মতি?