বৈশাখের প্রথম দিনের প্রথম সকালে,
উঠিবার তরে ডাকে মা খোকা খোকা বলে।
দোড় খুলিয়া পলক ফেরিলে,
দেখা দিল ভগবান রুপি মা বাবা জুগলে।।
মন আমার আনন্দে আত্ম হারিল,
আঁখি ভরে গেল সুমধুর চরন তল।
দৃষ্টি টুকু না হেরিয়ে দিলাম ফুল চরন তল,
মনে এসেছে শান্তির তালা বুকের গভীর তল।।
বৈশাখের এই দিনটিতে আগের বৎসরে,
ছিলেম আমি বৃন্দাবনে কৃষ্ণের আদরে।
হেরিয়ে ছিলেম চকচকে কালো চরনের চর,
সেই পরশ যেন মিলল আজ মা বাবার তর।।
নেই যে আর ব্যাথা নেই যে আর ছলাকলা,
দেখা পেয়েছি যে রক্তিমের নিচু তল।
নিয়ে যা নিয়ে যা চাহিনে আর বিষের জ্বালা,
দিয়ে যা দিয়ে যা তোদের জ্বালা দিয়ে পালা।।