করোনার কালে প্রকৃতির হাওয়া
                    ফিরে পেয়েছে তার তরুণ ভালোবাসা।
কালের ডালে জব্দ গাছের ছায়া
                   করোনার হাওয়ায় ফুটেছে নতুন ছায়া।।

করোনায় সবার হাত করেছে সাফ
                কারখানার ময়লা জলে পরেছে এক হাফ।
গঙ্গার ধারে পড়েনি মানুষের ছাপ
               তাই ধরা দিচ্ছে সুন্দর সচ্ছ আয়নার ছাপ।।

মাঠের ঝিমল হাওয়া হাজির ছিল না দুদন্ড
                  কালের গড়া কলে হয়েছিল উদ্যত কান্ড।
ভয়ঙ্কর বৃষ্টির তকমা করিয়ে দিল লন্ডভন্ড
                   নতুন সবুজে ভরিয়ে দিল প্রতিটি খন্ড।।

মাঠ ঘাট ছিল ফেটে খত হয়ে
                      প্রকৃতি দিল সব পূরন করে।
মানুষ সব খেত ভুলে ছিল কাল ঘরের কাজে
                      লক হয়ে মাঠে ফিরল মন ভরে।।

নিদারুণ কল্পে মানবজাতি পেয়েছে খত
           কালে মানব প্রকৃতিকে করে ছিল খত বিখত ।ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতি নিয়েছে এক হাত
                এখন প্রকৃতি দ্রুতগতিতে হচ্ছে ঝিমল পরিশ্রুত পানিয়।।