শ্রমিকের মাথার রত্ন পায়ে লেপে,
লেপে যায় উঁচু উঁচু ছাদ প্রলেপ।
এখন আসল মারনের পরিহাস,
শ্রমিকরা হল শ্রম হারা বাঁশ।
পয়সা ফুরল ত্রাণ চুরে চুকায়,
জল, বিদুৎ বাঁচার ফাঁয়দায়,
উচুঁঁ উচুঁঁ ঘরের বনিক বিনে রতি,
মশার মতন করে জেঠে করে আরতি।।
পথের প্রান্তরে পায়ের উপর পা তুলে,
বিনে ঠাই দিল পা রাতের অন্ধকারে শ্রমিক ভাই।
লক্ষ একটাই যেতে হবে,
যান স্তব্দ ট্রেন বন্দ,
তবু চল ছেলে, উই কাঁঁচা বিটাই।।
পা আছে সাথে, বিনে করোর ভরসাতে।
আছে মনে বল খেত হবে রুদ্রের ফল।
ওই আমাদের কাঁচা পথ।।
রাজনীতি শুরু নিজ কাম খুরু।
বাস চল্লিশ লোক লক্ষ লক্ষ বিশ।
বিনে দামে লোক চক্ষু পঁচিশ।।
কাঁচা ঘরে ফিরুলোম।
করোনার জালে জরালোম।
কার ছিল ভুল মাশুল?
উচুঁঁ উচুঁঁ তারানোর রশুল।।