সেরে এসেছি সব কাজ
একটু চুল বাধি
তারপর আয়নায় চোখাচোখি কিছুক্ষণ
তারপরেই মুঠোফোন হাতে প্রিয় কন্ঠের অপেক্ষায়।
এই তো জীবন।


সখি যেন সহচরী সব কথা বলা যায়
বিরহ ব্যথার গান প্রনয় বাঁধন
সজীব যেন জড়তায়ও এই মুঠোফোন
এই ভালো আছি বেশ
এই তো জীবন।

তোলা কথা হয়ে যাক
কথায় কথায় হোক স্বপ্ন বুনন
মুঠোফোন কানেতে জড়ায়ে
খুজে যাও জীবন।

হাসি কান্না ইথারে বয়ে যায়
অসমাপ্ত গল্পের কত স্নিগ্ধ কথোন
মুঠোফোনে আলাপ চলে
এই তো জীবন।

কত কথা কত হাসি কত গান কত সুর
কাছে থাকি থাকি যত দূর
ভালোবাসি বলে যাই
আবেগে কণ্ঠ জড়ায়

মুঠোফোন বইছে সুখে
প্রেমের অনুপ আলাপন
মুঠোফোনে জড়ানো এই তো জীবন।